বাটারফ্লাই সেইফটি ইনস্যুরেন্স ক্যাম্পেইন

সময়কালঃ ১২ আগস্ট, ২০২০ থেকে শুরু


অফার সমূহ

ইনস্যুরেন্স এমাউন্ট(টাকা)

টেস্ট পজিটিভ ডিটেকশন এর জন্য আইসোলেশনে ক্যাশ কাভারেজ ৫,০০০
হাসপাতালে ভর্তি হলে হসপিটালাইজেশন ইনস্যুরেন্স কাভারেজ ২৫,০০০
মৃত্যু হলে লাইফ ইনস্যুরেন্স কাভারেজ ১০০,০০০

 

সাধারণ শর্তাবলীঃ

- ইকো প্লাস ও এলজি ব্র্যান্ডের ভ্যাট সহ ১০,০০০ টাকার বা তার বেশী মূল্যের পণ্য কিনলে কাস্টমার ইনস্যুরেন্স কাভারেজ নিতে পারবেন।

- একটি পণ্য ক্রয়ের জন্য বাটারফ্লাই সেইফটি ইনস্যুরেন্স ক্যাম্পেইন এর আওতায় কোভিড-১৯ পজিটিভ আইসোলেশনে ক্যাশ কাভারেজ, হসপিটালাইজেশন ইনস্যুরেন্স কাভারেজ এবং লাইফ ইনস্যুরেন্স কাভারেজ এক সাথে পাবেন।

- একটি পণ্য কিনলে একজন ইনস্যুরেন্স কাভারেজ এর আওতায় আসবেন।

- এই অফারে পণ্য ক্রয়ের দিন থেকে ৯০ দিন পর্যন্ত ইনস্যুরেন্স কাভারেজ পাওয়া যাবে। 

- ০৫ থেকে ৬৫ বছরের যে কোন বাংলাদেশী নাগরিক এই ইনস্যুরেন্স কাভারেজ গ্রহন করতে পারবেন।

- ০৫ থেকে ১৮ বছরের নিচে ইনস্যুরেন্স কাভারেজ গ্রহন করতে হলে একাধিক পণ্য ক্রয় করতে হবে এবং প্রথমে, বাবা অথবা মা কমপক্ষে একজনকে ইনস্যুরেন্স কাভারেজ গ্রহন করতে হবে। এর পরে ০৫ থেকে ১৮ বছরের নিচের সন্তান ইনস্যুরেন্স কাভারেজ গ্রহন করতে পারবে।

- কাস্টমার তার নিজের নামে অথবা শুধুমাত্র বাবা, মা, ভাই, বোন, স্বামী/স্ত্রী এবং সন্তান এর নামে ইনস্যুরেন্স কাভারেজ নিতে পারবেন।

- ইনস্যুরেন্স কাভারেজ এর প্রসেসিং ফি ৫০ টাকা মাত্র।

- বাটারফ্লাই সেইফটি ইনস্যুরেন্স ক্যাম্পেইনে ইন্স্যুরেন্স কাভারেজ পার্টনার চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ (www.charteredlifebd.com)

 

ইনস্যুরেন্স কাভারেজ গ্রহণের প্রক্রিয়াঃ  

1. QR কোড স্ক্যান করে “বাটারফ্লাই সেইফটি ইনস্যুরেন্স ক্যাম্পেইন ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে Submit করুন

2. পূরণকৃত ফর্ম Submit করার পর আপনার উল্লেখিত ইমেইল এ প্রাপ্ত সকল তথ্য যাচাই করুন

 

3. কোন তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে ২৪ ঘন্টার মধ্যে পরিবর্তন করে [email protected] ইমেইল এ পাঠিয়ে দিন।
4. যদি সব তথ্য সাথে না থাকে তবে ফর্মটি Submit না করে Save করলে আপনি ইমেইল এ একটি লিঙ্ক পাবেন। 5. ইমেইল এ প্রাপ্ত লিংক এ ক্লিক করে ২৪ ঘন্টার মধ্যে অসম্পূর্ণ ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে Submit করুন 6. বাটারফ্লাই শোরুম প্রদত্ত সেলস রিসিপ্ট পরবর্তীতে কাভারেজ ক্লেইম এর জন্য সংরক্ষণ করুন

 

- শোরুম ম্যানেজার এর নিকট থেকে QR কোড সংগ্রহ করে কোডটি স্ক্যান করে বাটারফ্লাই সেইফটি ইনস্যুরেন্স ক্যাম্পেইন ফর্ম এ যেতে পারবেন। ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে Submit করতে হবে।

- ফর্ম পূরণ করে Submit করার সাথে সাথে কাস্টমারের ইমেইল অ্যাড্রেস এ ফর্মের তথ্যসহ ইমেইল চলে যাবে। কোন পরিবর্তন থাকলে ২৪ ঘন্টার মধ্যে পরিবর্তন করে [email protected] ইমেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। পরবর্তীতে কোনভাবেই তথ্য পরিবর্তন করা যাবে না।

- যদি সব তথ্য অথবা জাতীয় পরিচয় পত্র / পাসপোর্ট / জন্ম নিবন্ধন / ড্রাইভিং লাইসেন্স সাথে না থাকে তবে ফর্মটি Submit না করে Save করে রাখতে হবে। Save করলে কাস্টমারের ইমেইল এ ফর্ম এর লিংক যাবে যা ক্লিক করে ২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণ করে Submit করতে হবে।

- বাটারফ্লাই শোরুম প্রদত্ত সেলস রিসিপ্ট পরবর্তীতে কাভারেজ ক্লেইম এর জন্যে সংরক্ষণ করতে হবে।

- ফর্ম এ দেয়া ইমেইল অ্যাড্রেস এর মাধ্যমেই ইনস্যুরেন্সকৃত ব্যক্তির তথ্য যাচাই এবং ক্লেইম সহ পরবর্তী সবরকম যোগাযোগ করা হবে।

- ইমেইল অ্যাড্রেস না দেয়া থাকলে পরবর্তীতে কল সেন্টার থেকে ফোন কলের মাধ্যমে তথ্য যাচাই করা হবে।

 

ইনস্যুরেন্স কাভারেজের বিস্তারিতঃ

 

কোভিড-১৯ পজিটিভ আইসোলেশন কাভারেজঃ 

- আইসোলেশন অর্থ নিবন্ধিত চিকিৎসকের সুপারিশ অনুসারে কোভিড-১৯ সংক্রমণ বা দূষণের বিস্তার রোধ করার লক্ষ্যে অসুস্থ বা সংক্রমিত ব্যক্তিকে অন্যদের থেকে পৃথক করে রাখা।

- ইনস্যুরেন্সকৃত ব্যক্তি কেবলমাত্র নিবন্ধিত এমবিবিএস চিকিৎসক দ্বারা করোনার পজিটিভ ঘোষিত হলে এবং আইসোলেশনে থাকা লিখিত ভাবে প্রেসক্রাইব করলে আইসোলেশনের জন্য ৫,০০০ টাকা পাবেন।

- কোয়ারেন্টাইন/ আত্ম-ঘোষিত আইসোলেশনের ক্ষেত্রে সুবিধাটি প্রযোজ্য নয়। এই আইসোলেশন সুবিধাটি (৫,০০০ টাকা) পরবর্তীতে হসপিটালাইজেশন ইনস্যুরেন্স সুবিধার সাথে সমন্বয় করা হবে।

 

হসপিটালাইজেশন ইনস্যুরেন্স কাভারেজঃ 

- ইনস্যুরেন্সকৃত ব্যক্তি কোভিড-১৯ বা অন্য কোন অসুস্থতার কারণে (এইচআইভি, এইডস, আত্মহত্যা এবং প্রাক-বিদ্যমানরোগ ব্যতিত) হাসপাতালে ভর্তি হলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রতি দিনের জন্য ২,৫০০ টাকা পাবেন এবং তা একবারে ৫ (পাঁচ) দিনের বেশি নয় ।

- হসপিটালাইজেশন ইনস্যুরেন্স কাভারেজ সর্বোচ্চ ২৫,০০০ টাকা।

- কোভিড -১৯ আইসোলেশন এর ৫,০০০ টাকার সুবিধা পুর্বে নেয়া থাকলে তা হসপিটালাইজেশন ইনস্যুরেন্স কাভারেজ এর সাথে সমন্বয় করা হবে।

- ইনস্যুরেন্সকৃত ব্যক্তিকে এই কাভারেজ পাওয়ার জন্য কমপক্ষে ২৪ ঘন্টা হাসপাতালে ভর্তি থাকতে হবে।

- পূর্বপরিকল্পিত কোন হসপিটালাইজেশন এই কাভারেজ এর আওতাভুক্ত হবে না।

- রুম ভাড়া, পরামর্শ ফি, ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জামাদি, অসুস্থতা সম্পর্কিত মেডিকেল ডায়াগনোসিস, সার্জিক্যাল চার্জ (সার্জন টিম, ওটি ও অ্যানাস্থেসিয়া চার্জ সহ) এবং অন্যান্য সহায়ক সেবা সহ রোগীর চিকিৎসা ব্যয়, ভর্তি/নিবন্ধন ফি, লেবার রুম সার্ভিস, পোস্টওপারেটিভ কেয়ার সুবিধা, নিবিড় পরিচর্যা সুবিধা, অক্সিজেন থেরাপি, রক্ত সঞ্চালন, ড্রেসিং- এই হসপিটালাইজেশন ইনস্যুরেন্স কাভারেজ এর অন্তর্ভুক্ত।

 

লাইফ ইনস্যুরেন্স কাভারেজঃ 

কোন কারণে ইন্স্যুরেন্সকৃত সদস্যের মৃত্যুর ক্ষেত্রে (এইডস/এইচআইভি সম্পর্কিত রোগের কারণে মৃত্যু, কোন আইনত দণ্ডনীয় কার্যকলাপে জড়িত থাকার সময় দুর্ঘটনার কারণে মৃত্যু এবং আত্মহত্যা ব্যতীত) ইন্স্যুরেন্সকৃত অর্থ (১০০,০০০ টাকা) সংশ্লিষ্ট মৃত সদস্যের মনোনীত নমিনীকে কাভারেজ অনুসারে প্রদান করা হবে।

 

 

 

ইনস্যুরেন্সের এমাউন্ট ক্লেইম করার সাধারণ শর্তাবলীঃ

 

- ইনস্যুরেন্স ক্লেইমের জন্য প্রয়োজনীয় ডক্যুমেন্টস এর স্ক্যান কপি [email protected] ই-মেইলে বাটারফ্লাই হেড অফিস এ পাঠাতে হবে (হার্ড কপি যত্ন সহকারে সংরক্ষনে রাখুন)।

- কাস্টমার যদি শোরুম এ ডকুমেন্টস জমা দেন তাহলে ২৪ ঘন্টার মধ্যে শোরুম ম্যানেজার ডকুমেন্টস এর স্ক্যান/ছবি তুলে [email protected] ইমেইল এ পাঠিয়ে দিবেন।    

- ইনস্যুরেন্সের এমাউন্ট ক্লেইম এর জন্য যে কোন ঘটনা ঘটার ২০ দিনের মধ্যে যথাযথ ডক্যুমেন্টস সমূহ জমা দিতে হবে অন্যথায় ইনস্যুরেন্স কাভারেজ প্রযোজ্য হবেনা।

- যথাযথ ডক্যুমেন্টস জমা দেয়ার পর ১০ কর্ম দিবসের মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক ইনস্যুরেন্সের ক্লেইম নিষ্পত্তি করা হবে।

- সমস্ত ক্লেইম নিষ্পত্তির অর্থ ফান্ড ট্রান্সফারের (ব্যাংক একাউন্ট, একাউন্ট পেইয়ি চেক বা মোবাইল ওয়ালেট) মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স প্রদান করবে।

- ব্যাংক একাউন্ট বা মোবাইল ওয়ালেট যিনি ক্লেইম করছেন (আইসোলেশন ক্যাশ কাভারেজ এবং হসপিটালাইজেশন ইনস্যুরেন্স কাভারেজ এর ক্ষেত্রে নিজের নামে এবং লাইফ ইনস্যুরেন্স কাভারেজ এর জন্যে নমিনী) তার নিজের নামে হতে হবে।

 

 

ইনস্যুরেন্সের এমাউন্ট ক্লেইম করার পদ্ধতিঃ

 

আইসোলেশন ইনস্যুরেন্সের এমাউন্ট ক্লেইম করার জন্যে-

- ইনস্যুরেন্সকৃত ব্যক্তিকে কোনও নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকের প্রেসক্রিপশন এবং ট্রিটমেন্ট এর জন্যে আইসোলেশনের লিখিত পরামর্শ জমা দিতে হবে।

- সরকার অনুমোদিত ডায়াগনস্টিক সেন্টার/হসপিটাল থেকে কোভিড -১৯ পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে।

- বাটারফ্লাই এর সেলস রিসিপ্ট (Sales Receipt)

 

হসপিটালাইজেশন ইনস্যুরেন্সের এমাউন্ট ক্লেইম করার জন্য-

- হাসপাতালে ভর্তির জন্য চিকিৎসকের পরামর্শ।

- হাসপাতাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট।

- চিকিৎসকের প্রেসক্রিপশন।

- ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট (যদি থাকে)।

- হাসপাতালের বিলের মূল কপি।

- বাটারফ্লাই এর সেলস রিসিপ্ট (Sales Receipt)।

- ইনস্যুরেন্সকৃত ব্যক্তির জাতীয় পরিচয় পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন কপি।

-ইনস্যুরেন্সকৃত ব্যক্তির নামে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ / মোবাইল ওয়ালেট নম্বর।

 

লাইফ ইনস্যুরেন্স ক্লেইম করার জন্য-

- মৃত্যুর কারণ উল্লেখ করে ডেথ সার্টিফিকেট

- বাটারফ্লাই মার্কেটিং লিঃ এর হেড অফিস থেকে কাস্টমার সংক্রান্ত নিশ্চিতকরণ চিঠি।

- বাটারফ্লাই এর সেলস রিসিপ্ট (Sales Receipt)

- ইনস্যুরেন্সকৃত ব্যক্তির পরিচয় পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন কপি।

- নমিনীর পরিচয় পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন কপি।

- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ / মোবাইল ওয়ালেট নম্বর।

 

যে সকল ক্ষেত্রে ইনস্যুরেন্স ক্লেইম প্রযোজ্য নয়ঃ

- সমস্ত পূর্ব বিদ্যমান রোগ সম্পর্কিত খরচ।

- টিকাদান।

- গর্ভপাত, অ্যাক্টোপিক গর্ভাবস্থা সহ পরিবার পরিকল্পনার উদ্দেশ্যে চিকিৎসা, বন্ধ্যাত্ব সংক্রান্ত চিকিৎসা,স্যানিটারি প্যাডের মতো মহিলা স্বাস্থ্যকর পণ্য এর খরচ।

- মানসিক রোগ, মদ্যপান বা অন্য কোনও মাদকাসক্তি।

- স্থুলতার জন্য চিকিৎসা, কোন দুর্ঘটনায় বা পুড়ে যাওয়ায় কসমেটিক সার্জারির প্রয়োজন হলে।

- পরীক্ষামূলক বা সাধারণভাবে চিকিৎসা পেশার দ্বারা গৃহীত নয় এমন কোনও পদ্ধতির (আকুপাংচার, ভেষজ / আয়ুর্বেদিক / হোমিওপ্যাথি চিকিৎসা এবং কোনও বিকল্প চিকিৎসা) দ্বারা চিকিৎসা করা হলে।

- স্লিমিং বা বিউটিফিকেশন, তাপ স্নান/থার্মাল বাথ, ফিজিওথেরাপি।

- কোনও বেআইনী ক্রিয়াকলাপে অংশ নেওয়ার সময় দুর্ঘটনার কারণে আহত হওয়া (যেমন, ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো), আত্মহত্যার চেষ্টা, আইন লঙ্ঘন বা আইন লঙ্ঘনের চেষ্টা, উন্মাদতার কারণে বা মাদকের প্রভাবে স্ব-নিপীড়িত।

- চক্ষু ও কানের রুটিন পরীক্ষা, চশমা লাগানো বা প্রতিস্থাপন (ইন্ট্রা-অকুলার লেন্স বা কন্টাক্ট লেন্স) বা হিয়ারিং এইডস, রুটিন স্বাস্থ্য পরীক্ষা করা এবং রুটিন ডেন্টাল চিকিৎসা (দুর্ঘটনার ফলস্বরূপ সার্জারির উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি ব্যাতিত)।

- যক্ষ্মা, হেপাটাইটিস বি ও সি এবং অন্য কোনও টিকা।

- ঘুমের ব্যাধি যেমন, অনিদ্রার জন্য চিকিৎসা, স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকা, বা অন্য কোনও ঘুম সম্পর্কিত শ্বাসকষ্ট।

- কৃত্রিম অঙ্গের চিকিৎসা (দুর্ঘটনার ফলস্বরূপ সার্জারির উদ্দেশ্যে হাসপাতালে ভর্তি ব্যাতিত)

- এইচআইভি/এইডস, আত্মহত্যা এবং বেআইনী কার্যকলাপের কারণে মৃত্যু।

 

বাটারফ্লাই সেইফটি ইনস্যুরেন্স ক্যাম্পেইন সম্পর্কে জানতে কল করুনঃ ১৬৫৭১


ইনস্যুরেন্স ক্লেইম সম্পর্কে জানতে কলকরুনঃ 
০১৭৭৭৭৭০৯৯০

Copyright © 2024 Butterfly Group. All rights reserved.