March Mania offer 2022 - card details


শো-রুম থেকে গিফট কার্ড পাওয়ার নিয়মঃ-

# শো-রুমে রাখা কিউ আর কোড (QR Code) টি মোবাইলে স্ক্যান করতে হবে। কিউ আর কোড (QR Code) টি স্ক্যান করার পর নিচের লিঙ্কটি পাবেন –

https://promotion.butterflygroupbd.com/registration

# লিঙ্কটিতে ক্লিক করলে একটি ফর্ম আসবে এবং ফর্মের প্রয়োজনীয় তথ্য (ক্রেতার নাম, ক্রেতার মোবাইল নাম্বার, যে পণ্য কিনবেন পণ্যটির Article Code, Showroom Code, Input Captcha) পূরণ করে “Verify Purchase” বাটনে ক্লিক করতে হবে।

# ক্রেতা “Verify Purchase” বাটনে ক্লিক করার পর E-mail ও SMS এর মাধ্যমে শো-রুম ম্যানেজারের নিকট স্বয়ংক্রিয় ভাবে একটি One Time Password (OTP) যাবে।

# One Time Password (OTP) টি শো-রুম ম্যানেজারের নিকট হতে সংগ্রহ করতে হবে এবং ফর্মের OTP অপশনে লিখে সাবমিট করতে হবে।

# এরপর কিছু নির্দিষ্ট সংখ্যক Gift Card অপশন দেখা যাবে, Gift Card অপশন গুলো পরিবর্তন করতে হলে ক্রেতাকে রিজেনারেট অপশনে ক্লিক করতে হবে। রিজেনারেট অপশনটি একবারই ব্যবহার করা যাবে।     

# এবার ক্রেতাকে তার পছন্দের একটি কার্ড সিলেক্ট করে সাবমিট করতে হবে। একটি কার্ড সিলেক্ট করে সাবমিট করার পর আর রিজেনারেট/ পরিবর্তন করা যাবে না।

# Gift Card নির্বাচন করে সাবমিট করার পর ক্রেতাকে SMS এর মাধ্যমে ক্যাশব্যাক % এবং Gift Code দেওয়া হবে।


অনলাইনে গিফট কার্ড পাওয়ার নিয়মঃ-

বাসায় বসে অনলাইনেও পণ্য কেনার ক্ষেত্রে এই অফারটি উপভোগ করতে পারবেন | এই পদ্ধতি আপনি মোবাইল অথবা ল্যাপটপ দুই উপায়েই সম্পন্ন করতে পারবেন! 

# অনলাইনে কোনো ইলেক্ট্রনিক্স পণ্য কেনার জন্য “ADD to CART” করলে Cart Page-এ পাবেন "Click Here" অপশন!

# এরপর আপনার মোবাইল বা ল্যাপটপ স্ক্রিনে একটি ফর্ম পাবেন।

# ফর্মের প্রয়োজনীয় তথ্য (নাম,মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, Captcha) পূরণ করে “Verify Purchase” বাটনে ক্লিক করতে হবে।

# ভেরিফিকেশনের জন্য এসএমএস মাধ্যমে আপনার নিকট একটি ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে।

# এসএমএস এ পাওয়া কোডটি ফর্মের ওটিপি অপশনে টাইপ করে সাবমিট করুন।

# এরপর নির্দিষ্ট সংখ্যক গিফট কার্ড অপশন দেখা যাবে, গিফট কার্ড অপশন গুলো পরিবর্তন করতে হলে রি-জেনারেট অপশনে ক্লিক করতে হবে। গিফট কার্ড কেবল একবারই রি-জেনারেট করা যাবে। একবার রি-জেনারেট করা হয়ে গেলে পূর্বের কার্ডগুলো পুনরায় ব্যবহার করা যাবে না।

# এবার যে কার্ডটি সিলেক্ট করেছেন তা সাবমিট করুন।

# কার্ডটি সিলেক্ট করে সাবমিট করার পর আপনার কাছে এসএমএস এর মাধ্যমে একটি গিফট কোড নাম্বর জানিয়ে দেওয়া হবে।

# গিফট কোড নাম্বরটি কার্ট-এ দেওয়া কুপন বক্সটিতে টাইপ করে সাবমিট করলে আপনার পাওয়া ক্যাশ ব্যাক কার্টের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।

# এখন চেক আউট পেইজের প্রয়োজনীয় তথ্য (বিলিং ডিটেইলস, শিপিং ডিটেইলস, ডেলিভারি টাইপ, পেমেন্ট গেটওয়ে) পূরণ করুন।

# butterflygroupbd.com এর টার্মস অ্যান্ড কন্ডিশন্স ওকে করার পর আপনি পণ্য কেনার জন্য পেমন্ট গেটওয়ে পাবেন।


Copyright © 2024 Butterfly Group. All rights reserved.