বাটারফ্লাই নিয়ে এলো ২০,০০০ টাকা পর্যন্ত আকর্ষনীয় Exchange Offer

 

  • সময়কালঃ ১৮ নভেম্বর ২০২১ থেকে শুরু।

 

  • ক্যাম্পেইনের অফার সমূহঃ

 

  • পুরনো টিভি অথবা ফ্রিজ Exchange করে নির্দিষ্ট বাটারফ্লাই শোরুম থেকে যে কোন নতুন পণ্য ক্রয়ে ২০,০০০ টাকা পর্যন্ত মূল্য সমন্বয় করতে পারবেন।

 

  • Exchange Offer এর প্রক্রিয়াঃ

 

  • অফারটি নিতে আগ্রহী হলে নিকটস্থ শোরুমে যোগাযোগ করতে হবে।
  • বাটারফ্লাইয়ের নিযুক্ত প্রতিনিধি যোগাযোগ করে পুরাতন পণ্যের Exchange মূল্য নির্ধারনের জন্য আপনার ঠিকানায় ভিজিট করবেন।
  • পুরাতন পণ্য মূল্যায়নের পর প্রতিনিধি সাথে নির্ধারিত Exchange মূল্যতে একমত হলে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত Exchange Offer Form স্বাক্ষর সহ সম্পূর্ণ ভাবে পূরণ করবেন। বাটারফ্লাইয়ের নিযুক্ত প্রতিনিধিও স্বাক্ষর করবেন।
  • ফর্মের কাস্টমার কপিটি বুঝে নিয়ে বাটারফ্লাইয়ের নিযুক্ত প্রতিনিধিকে পূরনো পণ্যটি দিয়ে দিতে হবে।
  • নতুন পণ্য কিনতে শোরুমে আসার সময়ে ফর্মের কাস্টমার কপির অংশটি অবশ্যই সাথে আনতে হবে।
  • ক্রয় মূল্যের সাথে Exchange মূল্য সমন্বয় করে নতুন পণ্য ক্রয় করতে পারবেন।

 

  • অফারের সাধারন শর্তাবলীঃ
  • Exchange Offer টি শুধুমাত্র ঢাকা সিটির এবং আশে পাশের নির্দিষ্ট এলাকার মধ্যে প্রযোজ্য হবে।
  • Exchange মূল্য দিয়ে যে কোন পণ্য ক্রয় করতে পারবেন।
  • Exchange মূল্যের একটি ফর্ম শুধুমাত্র একটি পণ্য ক্রয় এর ক্ষত্রে প্রযোজ্য।
  • Exchange মূল্য যদি নতুন পণ্যের মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত পরিমান অর্থ নগদে ফেরত নিতে পারবেন না অথবা একাধিক পণ্যের সাথে সমন্বয় করতে পারবেন না।
  • এইExchange মূল্য পণ্য ক্রয় ব্যতিত নগদ অর্থে প্রদান করা হবে না।
  • Exchange Offer টি শোরুমে চলমান বাটারফ্লাই কর্তৃক নির্ধারিত অন্যান্য অফারের সাথে প্রযোজ্য।
  • Exchange ফর্মটি ইস্যু করার তারিখ থেকে ৩০ দিন পর্যন্ত কার্যকর হবে।
Copyright © 2021 Butterfly Marketing Limited. All rights reserved.