![]() |
৫% পর্যন্ত ক্যাশব্যাক অফার
বাটারফ্লাইয়ের যে কোনো শোরুম থেকে নগদে এলজি ও ইকো প্লাস ব্র্যান্ডের ভ্যাট সহ ৫,০০০ টাকা বা তার বেশী মূল্যের পণ্য কিনলে গিফট কার্ডের মাধ্যমে ৫% পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। এছাড়াও GP স্টার গ্রাহকরা পাচ্ছেন নগদ ক্রয়ে অতিরিক্ত ৫% ডিস্কাউন্ট।
শর্তাবলিঃ
- - এলজি ও ইকো প্লাস ব্র্যান্ডের ভ্যাট সহ ৫,০০০ টাকার বা তার বেশী মূল্যের পণ্য কিনলে Gift Card এর মাধ্যমে ক্যাশব্যাক অফারটি পাবেন।
- - নগদ ক্রয়ে Gift Card এ সম্ভাব্য ক্যাশব্যাক হবে ৩% থেকে ৫% পর্যন্ত।
- - GP স্টার ক্রেতারা পাচ্ছেন নগদ ক্রয়ে অতিরিক্ত ৫% ডিস্কাউন্ট ।
- - Gift Card এর অফার শুধুমাত্র নগদ ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
- - নগদ ক্রয়ের ক্ষেত্রে ক্যাশ অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
- - কিস্তি অথবা Bank EMI এক্ষেত্রে প্রযোজ্য নয়।
- এই অফারটি শুধুমাত্র বাটারফ্লাই শোরুমের জন্য প্রযোজ্য।
ক্যাশে পণ্য ক্রয়ের পর এই অফারটি উপভোগ করার জন্য কিউ আর কোড (QR Code) স্ক্যান করতে হবে।
কিউ আর (QR) কোড স্ক্যান করে গিফট কার্ড নেয়ার পদ্ধতি নিচে দেয়া হলো :
১। "বাটারফ্লাই Winter WOW Offer" -এর কিউ আর কোড (QR Code) টি স্ক্যান করুন।
২। স্ক্যান করার পর আপনার মোবাইলে আসা অনলাইন ফর্মটির সকল তথ্য (Article Code, Showroom Code, Any other offer combined, Captcha) সঠিক ভাবে পূরণ করুন ও “Verify Purchase” বাটনে ক্লিক করুন।
৩। শোরুম ম্যানেজারের নিকট একটি ওটিপি (OTP) পাঠানো হবেঃ ভেরিফিকেশনের জন্য আমাদের শোরুম ম্যানেজারের নিকট একটি ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ওটিপি টি না আসলে রিসেন্ড অপশনে ক্লিক করুন।
৪। ওটিপি শোরুম ম্যানেজারের কাছ থেকে নিয়ে ফর্মের ওটিপি অপশনে টাইপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করুন ।
![]() |
৫। যেকোন একটি গিফট কার্ড সিলেক্ট করুন অথবা রি-জেনারেট করে সিলেক্ট করুন। যে কার্ডটি সিলেক্ট করেছেন তা সাবমিট করুন।
৭। কার্ডটি সিলেক্ট করে সাবমিট করার পর আপনার কাছে এসএমএস ও শোরুম ম্যানেজার এর নিকট এসএমএস এবং ইমেইল এর মাধ্যমে ক্যাশ ব্যাক এর পরিমাণ জানিয়ে দেওয়া হবে।
৮। ক্যাশব্যাক এর পরিমাণ এবং গিফট কোড শোরুম ম্যানেজারকে অবহিত করুন।
*বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড যে কোন সময় উক্ত অফার পরিবর্তন, পরিবর্ধণ ও বাতিল করার অধিকার রাখে।
Already Have An Account
Sign In To Track Your Order, Use Wishlist & More.